০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ ৪ জন নিহত

  • তারিখ : ০৫:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 189

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। অন্যদিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুজন। আজ সোমবার এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়গুলো নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুপুরে দুই স্কুলছাত্র নিহত হয়। তারা হলো ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। উভয়ে বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হালকা বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন। এবং উন্নত চিকিৎসার জন্য আবু সুফিয়ানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, বজ্রপাতে পয়ালগাছা গ্রামে দুই স্কুলছাত্র নিহত ও আহত হয়েছে একজন। হাসপাতাল থেকে দুজনের লাশ স্বজনেরা বাড়িয়ে নিয়ে গেছে।

অপর দিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কোরবানপুরের নিখিল দেবনাথ (৬৪) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের পর আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানা, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।

error: Content is protected !!

কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ ৪ জন নিহত

তারিখ : ০৫:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। অন্যদিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুজন। আজ সোমবার এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়গুলো নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুপুরে দুই স্কুলছাত্র নিহত হয়। তারা হলো ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। উভয়ে বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হালকা বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন। এবং উন্নত চিকিৎসার জন্য আবু সুফিয়ানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, বজ্রপাতে পয়ালগাছা গ্রামে দুই স্কুলছাত্র নিহত ও আহত হয়েছে একজন। হাসপাতাল থেকে দুজনের লাশ স্বজনেরা বাড়িয়ে নিয়ে গেছে।

অপর দিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কোরবানপুরের নিখিল দেবনাথ (৬৪) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের পর আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানা, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।