কুমিল্লায় বিয়ের ২০ দিনের মাথায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

জহিরুল হক বাবু।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকড়পাড় এলাকায় পিকআপ ভ্যান চাপায় মোটরবাইক আরোহী এক যুবক নিহত। শনিবার সকাল সাড়ে ৭ টায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক মো: জাহিদুল ইসলাম সবুজ (২৫) বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। সবুজ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানীতে কর্মরত ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, কুড়িদিন আগে সবুজ বিয়ে করে। গেলো বৃহস্পতিবার সবুজ তার বউকে নিয়ে কক্সবাজার হানিমুন করতে যায়।

শনিবার ভোরে বাড়ি ফিরে। সকালে তাড়াহুড়ো করে ইপিজেডের উদ্দেশ্য বাইক নিয়ে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লেকজন মরদেহ বাড়ি নিয়ে যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page