০২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ড্যাব নেতৃবৃন্দের সভা বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কুমিল্লায় ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার, আটক ২

  • তারিখ : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • 139

মারুফ আহমেদ, কুমিল্লা।।
কুমিল্লায় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিপুল পরিমাণ মোবাইলসহ ২ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি সাদা রঙ্গের প্রাইভেটকার । এ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী এলাকার কসমস সিএনজি স্টেশনের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ।

সড়কে ব্যারিকেড সৃষ্টি করে গতিরোধ করা হয় সন্দেহভাজন প্রাইভেটকারটি। গাড়িটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৭টি কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ২শ ২৮টি এনড্রয়েড মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা।

এ সময় আটক করা হয় গাড়িতে থাকা মোবাইল ফোনের মালিক ও গাড়ির চালককে। আটককৃতরা হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) ও জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নাজমুল হাসান (২৪)।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

error: Content is protected !!

কুমিল্লায় ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার, আটক ২

তারিখ : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

মারুফ আহমেদ, কুমিল্লা।।
কুমিল্লায় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিপুল পরিমাণ মোবাইলসহ ২ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি সাদা রঙ্গের প্রাইভেটকার । এ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী এলাকার কসমস সিএনজি স্টেশনের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ।

সড়কে ব্যারিকেড সৃষ্টি করে গতিরোধ করা হয় সন্দেহভাজন প্রাইভেটকারটি। গাড়িটি তল্লাশি করে উদ্ধার করা হয় ৭টি কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ২শ ২৮টি এনড্রয়েড মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা।

এ সময় আটক করা হয় গাড়িতে থাকা মোবাইল ফোনের মালিক ও গাড়ির চালককে। আটককৃতরা হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) ও জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নাজমুল হাসান (২৪)।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।