০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় মনোনয়নপত্র কিনতে এসে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী, ভিডিও ভাইরাল

  • তারিখ : ০৯:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • 171

নিউজ ডেস্ক।।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার মজুমদার নামে এক প্রার্থী। হামলার ১২সেকেন্ডের ১টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সংলগ্ন এলাকায় এ হামলার ঘটে।

গোলাম সারোয়ার জেলার মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি জানান, বেলা ১১টার দিকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনতে জেলা নির্বাচন কার্যালয়ে যান।

সেখান থেকে মনোনয়ন ফরম কিনে নিয়ে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কার্যালয় সংলগ্ন রাস্তায় ৪/৫জনের একটি সন্ত্রাসী দল হামলা করে। এসময় হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল।

হামলাকারীরা এ সময় তার নিকট জানতে চান, কার অনুমতি নিয়ে মনোনয়ন কিনেছো বলেই মারধর শুরু করেন। তারা কামাল ও মহব্বতের নিকট অনুমতি নিয়েছে কিনা বলে গালমন্দ করে। এ ঘটনায় তিনি জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।

হামলার বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসেন খান বলেন, হামলার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় মনোনয়নপত্র কিনতে এসে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী, ভিডিও ভাইরাল

তারিখ : ০৯:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার মজুমদার নামে এক প্রার্থী। হামলার ১২সেকেন্ডের ১টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সংলগ্ন এলাকায় এ হামলার ঘটে।

গোলাম সারোয়ার জেলার মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি জানান, বেলা ১১টার দিকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনতে জেলা নির্বাচন কার্যালয়ে যান।

সেখান থেকে মনোনয়ন ফরম কিনে নিয়ে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কার্যালয় সংলগ্ন রাস্তায় ৪/৫জনের একটি সন্ত্রাসী দল হামলা করে। এসময় হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল।

হামলাকারীরা এ সময় তার নিকট জানতে চান, কার অনুমতি নিয়ে মনোনয়ন কিনেছো বলেই মারধর শুরু করেন। তারা কামাল ও মহব্বতের নিকট অনুমতি নিয়েছে কিনা বলে গালমন্দ করে। এ ঘটনায় তিনি জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।

হামলার বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসেন খান বলেন, হামলার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।