০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন

  • তারিখ : ১০:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 13700

জহিরুল হক বাবু।।
কুমিল্লার লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কের দামবাহার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাঙ্গলকোটগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ‘কুমিল্লা সুপার’ নামের বাসটি দামবাহার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় যাত্রী ও স্থানীয়রা আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। “দুজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি,” তিনি বলেন।

স্থানীয়রা জানান, লাকসাম–নাঙ্গলকোট সড়কটি তুলনামূলকভাবে ব্যস্ত ও সরু হওয়ায় এখানে দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন

তারিখ : ১০:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কের দামবাহার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাঙ্গলকোটগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ‘কুমিল্লা সুপার’ নামের বাসটি দামবাহার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় যাত্রী ও স্থানীয়রা আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। “দুজনের হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি,” তিনি বলেন।

স্থানীয়রা জানান, লাকসাম–নাঙ্গলকোট সড়কটি তুলনামূলকভাবে ব্যস্ত ও সরু হওয়ায় এখানে দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।