কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে জামালপুর পৌর কাউন্সিলরের মরদেহ উদ্ধার

কুমিল্লা নিউজ।।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে মো. মমিন নামের জামালপুরের মেলান্দহের এক পৌর কাউন্সিলরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) দুপুরে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মমিন জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মরদেহটি প্রথমে অজ্ঞাত থাকলেও বিকেলে আঙুলের ছাপে তার পরিচয় শনাক্ত করা যায়।

তিনি বলেন, বুধবার দুপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার আঙুলের ছাপ নিলে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

ওসি আরও বলেন, পরিচয় শনাক্তের পর নিহতের স্বজনদের খবর পাঠিয়েছি। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। নিহত কাউন্সিলর মমিন বিদেশি বিভিন্ন মসলার আমদানি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

গত ১৫ মার্চ ব্যবসার কাজে কক্সবাজার গিয়েছিলেন তিনি। পরবর্তী সময় থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কাউন্সিলর মমিনের ছেলে ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাবা আমাকে কল করে বলেছিলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে একটি ট্রাকে হলুদ নিয়ে মেলান্দহের উদ্দেশে রওনা হয়েছেন। এরপর থেকে বাবার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা পুলিশ ফোন করে জানায়, বাবার লাশ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আমরা কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page