০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • তারিখ : ১১:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 128

জহিরুল হক বাবু।।
মাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ হানিফ (৩৫) অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ মে মাদক পরিবহনের সময় হানিফকে প্রথম গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন।

রায় ঘোষণার পর থেকেই হানিফ আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, মোঃ হানিফ কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

আটক হানিফের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

error: Content is protected !!

কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

তারিখ : ১১:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
মাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ হানিফ (৩৫) অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ মে মাদক পরিবহনের সময় হানিফকে প্রথম গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন।

রায় ঘোষণার পর থেকেই হানিফ আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, মোঃ হানিফ কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

আটক হানিফের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।