জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের আইএফআইসি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে বস্তা ভর্তি ১০১ টি ভারতীয় মোবাল ফোনসহ এক যুবককে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী একটি প্লাষ্টিকের বস্তাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বস্তাসহ আটক করা হয়। পরবর্তীতে বস্তুা তল্লাশি করে ১০১ পিস নতুন-পুরাতন মোবাইল ফোনসহ আসামী মোঃ পারভেজ মিয়া (৩০), পিতা-মোঃ রুবেল মিয়া, মাতা-হেনা আক্তার, গ্রাম-রানীগাছ, পোঃ মাধবপুর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় কুমিল্লা এর বুড়িচং থানার মামলা নং-১৪ , তারিখ-০৩/০৪/২৪খ্রিঃ, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) তে মামলা রুজু করা হয়।
উদ্ধারকৃত মালামালের বিবরণ:-
১. ৩৪(চৌত্রিশ) পিস বক্সসহ নতুন ভারতীয় reamle c55 মোবাইল ফোন,
২. ০২(দুই) পিস বক্সসহ নতুন ভারতীয় redmi note মোবাইল ফোন,
৩. ১৫(পনের) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত vivo বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
৪. ০৫(পাঁচ) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত samsung বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
৫. ০৬(ছয়) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত REALME বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
৬. ১৭(সতের) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত OPPO বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
৭. ০৬(ছয়) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত POCO বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
৮. বক্সবিহীন পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ০১(এক) পিস,
৯. ০২(দুই) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত TECNO বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
১০. ০৭(সাত) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত REDMI বিভিন্ন মডেলের মোবাইল ফোন ,
১১. ০১(এক) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত XIAOMI মোবাইল ফোন ,
১২. ০১(এক) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত IQOO মোবাইল ফোন,
১৩. ০২(দুই) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত ITEL বিভিন্ন মডেলের মোবাইল ফোন,
১৪. ০২(দুই) পিস বক্সবিহীন পুরাতন ব্যবহৃত MI মোবাইল ফোন,