কুমিল্লায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলমগীর কবির।।
কুমিল্লায় ‘সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে এবং বারটান আঞ্চলিক কার্যালয় নোয়াখালীর ব্যবস্থাপনায় বুধবার (১৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বারটান-এর নির্বাহী পরিচালক (উপ-সচিব) রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক আবদুল্লাহ আল মামুন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভূইয়া। সঞ্চালনায় ছিলেন বারটান নোয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুর আলম সিদ্দিকী।

মূল প্রবন্ধে বারটানের পক্ষ থেকে ফলিত পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা ফলিত পুষ্টি এবং সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টির চর্চা অত্যন্ত জরুরি। বারটানের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার তার সমাপনী বক্তব্যে বলেন, ‘পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বারটান গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে আরও গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছে।’

সেমিনারে জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষিবিদ, পুষ্টি বিজ্ঞানী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সুশিল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page