জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি ৭.৬৫ পিস্তল, ও ৪ রাউন্ড গুলিসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ৭ টায় ৩৩ পদাতিক ডিভিশন এর অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীর আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালায়।
আটককৃত ব্যবসায়ীর নাম রুদ্র চন্দ্র দাস (২২), সে কুমিল্লা নগরীর রামঘাটলা কুমিল্লা মহানগর আওমীলীগ অফিসের পাশে ৪৫/১ বাড়িতে বসবাস করতেন। তার পিতার নাম স্বপন চন্দ্র দাস।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প জানায়, আটককৃত রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করে, যাদের হাতে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেয়।
আরও জানায়, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকান্ডে লিপ্ত ছিল। বর্তমানেও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছে।
২৩ বীরের এই অভিযানে কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্রচক্র ভাঙার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আটককৃত রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আরো দেখুন:You cannot copy content of this page