০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার নানা আয়োজনে আবৃত্তি সংসদ কুমিল্লার ৩৩ বর্ষপূর্তি উদযাপন ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা প্রশাসনের ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

  • তারিখ : ১২:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 32

নেকবর হোসেন।।
কুমিল্লার কোতয়ালী মডেল থানার চানপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে কুমিল্লা সদর ক্যাম্পের সেনাবাহিনীর গোপন তথ্যভিত্তিক তৎপরতার অংশ হিসেবে অভিযানটি চালায়।

জানা গেছে, খোকন মিয়া (৫৫), যিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাছথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি নিজের বাসায় একটি অবৈধ পিস্তল না রেখে সেটি এক শিশুর মাধ্যমে পাশের বাসিন্দা জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন।

পরবর্তীতে সেনাবাহিনী জহিরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল হক জানান, অস্ত্রটি খোকন মিয়ার এবং তিনি নিজেই সেটি সেখানে রেখে যাওয়ার নির্দেশ দেন। আত্মীয়-স্বজন এবং অন্যান্য স্থানীয় সূত্র থেকেও এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছে।

গ্রেফতারকৃত খোকন মিয়ার বাড়ি চানপুর গ্রামে। তার পিতার নাম মৃত ইউনুস মিয়া। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে বিএনপির ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে ছিলেন।

এই অভিযানে আরও এক ব্যক্তি পলাতক রয়েছেন। তার নাম মো. আলম (৫০)। তিনি ডুমুরিয়া চানপুর গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র সংশ্লিষ্ট অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে ও উদ্ধারকৃত অস্ত্র কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এই সফল ও সাহসিকতাপূর্ণ অভিযান কুমিল্লায় অবৈধ অস্ত্র নির্মূলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

error: Content is protected !!

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

তারিখ : ১২:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার কোতয়ালী মডেল থানার চানপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে কুমিল্লা সদর ক্যাম্পের সেনাবাহিনীর গোপন তথ্যভিত্তিক তৎপরতার অংশ হিসেবে অভিযানটি চালায়।

জানা গেছে, খোকন মিয়া (৫৫), যিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাছথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি নিজের বাসায় একটি অবৈধ পিস্তল না রেখে সেটি এক শিশুর মাধ্যমে পাশের বাসিন্দা জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন।

পরবর্তীতে সেনাবাহিনী জহিরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল হক জানান, অস্ত্রটি খোকন মিয়ার এবং তিনি নিজেই সেটি সেখানে রেখে যাওয়ার নির্দেশ দেন। আত্মীয়-স্বজন এবং অন্যান্য স্থানীয় সূত্র থেকেও এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছে।

গ্রেফতারকৃত খোকন মিয়ার বাড়ি চানপুর গ্রামে। তার পিতার নাম মৃত ইউনুস মিয়া। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে বিএনপির ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে ছিলেন।

এই অভিযানে আরও এক ব্যক্তি পলাতক রয়েছেন। তার নাম মো. আলম (৫০)। তিনি ডুমুরিয়া চানপুর গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র সংশ্লিষ্ট অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে ও উদ্ধারকৃত অস্ত্র কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এই সফল ও সাহসিকতাপূর্ণ অভিযান কুমিল্লায় অবৈধ অস্ত্র নির্মূলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।