০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

  • তারিখ : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • 27

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আনিছুর রহমান আনিছের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে তার মাদকসেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, চেয়ারে বসে লাল রঙের লাইটারে, সিগারেট ফয়েল পেপার দিয়ে ইয়াবা সেবন করছে।

ইয়াবা সেবনের ছবি সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ বিষয়টি স্বীকার করে বলেন, এটি আমি ওষুধ হিসেবে সেবন করেছি, নির্বাচনের সময়ে রাতে যাতে ঘুম না আসে সে জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ এই দুজন মিলে আমাকে সেবন করিয়েছে। এদের কেউ একজন ছবিটি তুলেছে। পরে এই ছবি দিয়ে জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ আমাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ ষাট হাজার টাকা চাঁদা দাবি করে। আমার কাছে এর প্রমাণ রয়েছে। চাঁদা না দেওয়ায় ছবিটি ভাইরাল করেছে তারা। যারা আমাকে ব্ল্যাকমেইল করেছে কুমিল্লা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি অনেক আগের। কারও সঙ্গে মাদক না পাওয়া গেলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন না। ওই ইউপি সদস্য মাদক–সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে মাদক–সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

তারিখ : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বারের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আনিছুর রহমান আনিছের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে তার মাদকসেবনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, চেয়ারে বসে লাল রঙের লাইটারে, সিগারেট ফয়েল পেপার দিয়ে ইয়াবা সেবন করছে।

ইয়াবা সেবনের ছবি সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ বিষয়টি স্বীকার করে বলেন, এটি আমি ওষুধ হিসেবে সেবন করেছি, নির্বাচনের সময়ে রাতে যাতে ঘুম না আসে সে জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ এই দুজন মিলে আমাকে সেবন করিয়েছে। এদের কেউ একজন ছবিটি তুলেছে। পরে এই ছবি দিয়ে জাহাঙ্গীর ও ড্রেজার শরীফ আমাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ ষাট হাজার টাকা চাঁদা দাবি করে। আমার কাছে এর প্রমাণ রয়েছে। চাঁদা না দেওয়ায় ছবিটি ভাইরাল করেছে তারা। যারা আমাকে ব্ল্যাকমেইল করেছে কুমিল্লা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি অনেক আগের। কারও সঙ্গে মাদক না পাওয়া গেলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন না। ওই ইউপি সদস্য মাদক–সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে মাদক–সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।