কুমিল্লার নিমসার বাজারে অ‌ভিযান, ৫ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

নেকবর হোসেন।।
আসন্ন রমজান‌কে সাম‌নে রে‌খে ২০ মার্চ রবিবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে জেলার বু‌ড়িচং উপ‌জেলার নিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় অতিরিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় শিমুল স্টোর‌কে ৫ হাজার টাকা, খাবারে রং মেশা‌নোয় র‌নি স্টোর‌কে ৩ হাজার টাকা জরিমানা ও ৫০ পিচ রং মি‌শ্রিত পিঠা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

মা‌ছে অপদ্রব্য মেশা‌নোয় অন‌দিশ ও শ‌হি‌দের মা‌ছের দোকান‌কে ১ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়। এ সময় মা‌ছের ওজন বাড়া‌তে বা তাজা রাখ‌তে কোন অপদ্রব্য না মেশানোর জন্য হ্যান্ড মাই‌কের মাধ্যমে সতর্ক করা হয়।

এছাড়াও আজ অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাবার তৈ‌রি ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে নিমসার বাজা‌রের নিউ কুটুমবা‌ড়ি রেস্টু‌রেন্ট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

রবিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স্যানিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page