০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লার সীমান্ত দিয়ে পাচারের সময় আবারও ইলিশ জব্দ

  • তারিখ : ০৫:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • 42

নেকবর হোসেন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। পরে বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

অন্যদিকে বিজিবি জানায়, শশীদল এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে এগুলো থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিজিবি আরও জানায়, মাছগুলো জব্দের পর নিয়মানুযায়ী নিলামে বিক্রি হয়েছে। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে, এ তথ্য উল্লেখ করা হয়নি।

এর আগে গত বুধবার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা (আনন্দপুর) থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবির একটি দল।

error: Content is protected !!

কুমিল্লার সীমান্ত দিয়ে পাচারের সময় আবারও ইলিশ জব্দ

তারিখ : ০৫:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নেকবর হোসেন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। পরে বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

অন্যদিকে বিজিবি জানায়, শশীদল এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে এগুলো থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিজিবি আরও জানায়, মাছগুলো জব্দের পর নিয়মানুযায়ী নিলামে বিক্রি হয়েছে। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে, এ তথ্য উল্লেখ করা হয়নি।

এর আগে গত বুধবার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা (আনন্দপুর) থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবির একটি দল।