কুমিল্লায় আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনে উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনে উদ্যেগে দুই হাজার লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ৮ টায় সদর দক্ষিন উপজেলার বড় চর এলাকায় ফাউন্ডেশন প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. নিস্বর্গ মেরাজ চৌধুরী। দিনব্যাপী বিনামূলে স্বাস্থ্য সেবা কার্যক্রমে ২৪ জন বিশেষজ্ঞসহ ৫০ জন চিকিৎসক প্রায় দুহাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের সভাপতি ও এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। বক্তব্য রাখেন সদর দক্ষিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ কবির মন্ডল, কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ডা. একে এম সেলিম, ফাউন্ডেশনের পরিচালক আবুল বাশার সিপন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. নিস্বর্গ মেরাজ চৌধুরী বলেন, মানুষের কল্যানে কাজ করার মধ্যে দিয়েই মানুষের মাঝে দীর্ঘদিন মধ্যে বেঁচে থাকা যায়। আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যানে যেসব প্রশংসণীয় কর্মসূচি নিয়েছে তার মধ্যে দিয়ে স্বরণীয় হয়ে থাকবে। এ মহতী উদ্যেগ মাননীয় প্রধামন্ত্রী ঘোষিত ২০৪১ সালের জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন বলেন, প্রান্তিক জনগোষ্টির কল্যাণে ২০২১ সালে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এ ফাউন্ডেশন এলাকায় শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক নৈতিক উন্নয়নে কাজ করছে। বিগত করোনাকালে গনসচেতনতার লক্ষ্যে প্রচারণা, সুরক্ষা সামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা ও কর্মহীনদের খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন।

এ সংস্থা মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি প্রদান ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের কর্মক্ষেত্র প্রাপ্তি পর্যন্ত সহায়তা প্রদান কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্থানীয়ভাবে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা ও ব্লাড ব্যাংক স্থাপন করা হয়েছে। সামাজিক নৈতিক উন্নয়নে ইসলামী সেমিনারের আয়োজন সহ তরুন-কিশোরদের মটিভেশন কর্মসূচি নেওয়া হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মাট বাংলাদেশ বির্নিমানে আমরা নিবদিতভাবে কাজ করছি। এ ফাউন্ডেশন শুধু কুমিল্লা নয় সারা দেশে পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যানে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page