নেকবর হোসেন।।
কুমিল্লায় এমবিবিএস পাস না করেই নামের পাশে এফসিপিএস ডিগ্রি ব্যবহারের দায়ে সঞ্জয় পাল (৩৮) নামে এক কথিত চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত সঞ্চয় পাল চট্টগ্রামের খুলশী থানার বিবেক চন্দ্র রায়ের ছেলে।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুণবতী বাজারে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএমডিসির রেজিস্ট্রেশন এবং এমবিবিএস পাশের কোনো ডকুমেন্টস না দেখাতে পারায় ও নামের সঙ্গে এমবিবিএস-এফসিপিএস ডিগ্রি ব্যবহারের দায়ে সঞ্জয় পাল নামে এক কথিত চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি জানান, অভিযানে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page