কুমিল্লায় ‘ঠান্ডা বাতাসে হাত-পাও জড়ো হয়ে আসেচে’

নেকবর হোসেন।।
কুমিল্লায় টানা ৪ দিন সূর্যের দেখা মেলেনি হঠাৎ রেকর্ড পরিমাণ তাপমাত্রা হ্রাসে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। টানা চার দিন সূর্যের দেখা মেলেনি কুমিল্লায়। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছে শ্রমজীবি মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছে সহায়-সম্বলহীন মানুষ। এমন পরিস্থিতিতে অধিক ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস কম।টানা ৪ দিন সূর্যের দেখা মেলেনি কুমিল্লায়

জানা গেছে- কনকনে শীতে প্রয়োজনের বাইরে কেউ বের হচ্ছেন না। অসহায় ও ছিন্নমূল মানুষ দিনের বেলায়ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে শীতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

কুমিল্লা আহবাওয়া অফিসের অফিসার ইন-চার্জ ইসমাইল হোসেন জানান,৩ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৬.০৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত দুদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শুক্রবার (৬ জানুয়ারি) পুনরায় কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, সর্বোচ্চ ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, চারদিনে সূর্যের দেখা মেলেনি। ফলে তাপমাত্রা ক্রমশই হ্রাস পেতে থাকে। ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে বাতাস বইছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ওই আবহাওয়াবিদ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page