০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

  • তারিখ : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • 27

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও পাঁচ-ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে সাড়ে ৪টার দিকে চৌদ্দগ্রামের সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান।

সিটি ডেন্টাল কলেজের পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. অরূূপ কুমার সাহা জানান, শিক্ষা সফর শেষে চারটি বাসে কলেজের সবাই ফিরছিলেন। পথে চৌদ্দগ্রামে পৌঁছালে সেন্টমার্টিন পরিবহনের এই বাস দুর্ঘটনাকবলিত হয়। কলেজ সচিব অশোক কুমার রায়, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কামরুল ইসলাম, অমল কুমার, অ্যাকাউন্ট্যান্ট সাইদুলের পরিবারসহ আহতদের সিটি ডেন্টালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিটি ডেন্টাল কলেজের পক্ষ থেকে ঘটনার পর্যবেক্ষণ ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি মঞ্জুরুল আখন্দ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

তারিখ : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও পাঁচ-ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে সাড়ে ৪টার দিকে চৌদ্দগ্রামের সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম মারা যান।

সিটি ডেন্টাল কলেজের পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. অরূূপ কুমার সাহা জানান, শিক্ষা সফর শেষে চারটি বাসে কলেজের সবাই ফিরছিলেন। পথে চৌদ্দগ্রামে পৌঁছালে সেন্টমার্টিন পরিবহনের এই বাস দুর্ঘটনাকবলিত হয়। কলেজ সচিব অশোক কুমার রায়, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কামরুল ইসলাম, অমল কুমার, অ্যাকাউন্ট্যান্ট সাইদুলের পরিবারসহ আহতদের সিটি ডেন্টালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিটি ডেন্টাল কলেজের পক্ষ থেকে ঘটনার পর্যবেক্ষণ ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি মঞ্জুরুল আখন্দ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।