নিউজ ডেস্ক।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১৭ জন শিক্ষার্থীকে নতুন পোশাক প্রদান করা হয়েছে।
প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি জনাব শুভাশিস ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রান্তিক সাহা, উপজেলা শিক্ষা অফিসার (অ.দা.); মো. আব্দুল মতিন, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, জান্নাতুল খুলদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি ডাঃ কিরণ বৈদ্য।
অতিথিবৃন্দ শিক্ষার গুনগত মানোন্নয়নে মায়ের কি কি ভুমিকা রয়েছে সে বিষয়ে আগত মা-দের দিক পরামর্শমূলক বক্তব্য পেশ করেন। এদিকে নতুন স্কুল ড্রেস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা, তারা নিয়মিত স্কুলে উপস্থিত থাকা এবং পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো দেখুন:You cannot copy content of this page