কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশন হতে মাসিক ভাতা এককালীন আর্থিক অনুদান ও করোনা কালীন বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সভা কক্ষে চেক বিতরন করেন প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমনসহ সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৮০ জন সাবেক ক্রীড়াবিদকে জন প্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।