কুমিল্লায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নেকবর হোসেন।।
জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের উ‌দ্যোগে জেলার বু‌ড়িচং উপ‌জেলার কংশনগর বাজার এলাকার নিত্যপ‌ণ্যের বাজারে বিশেষ তদার‌কি অ‌ভিযান পরিচালিত হয়ছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ অ‌ভিযানে ক্যাব কু‌মিল্লার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম ও জেলা পু‌লিশের এক‌টি দল উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযো‌গিতা ক‌রেন।

কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, অভিযানে অ‌তি‌রিক্ত মূল্যে ভোজ্যতেল বি‌ক্রি, মুল্য তা‌লিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, ক্রয় ভাউচার না রেখে ইচ্ছেমতো দামে নিত্যপণ্য বি‌ক্রি ও অনুমোদনহীন পণ্য ফার্মেসীতে বি‌ক্রির মতো ভোক্তা অ‌ধিকার বিরোধী কর্মকাণ্ডের অ‌ভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযানে অ‌তি‌রিক্ত মূল্যে খোলা সয়া‌বিন তেল বি‌ক্রি করায় মেসার্স মোসলেম ভুঁইয়া স্টোরকে ১৫ হাজার টাকা, মুল্য তা‌লিকা না রেখে ইচ্ছেমতো দা‌মে নিত্যপণ্য বি‌ক্রি করায় হাজী স্টোরকে ৫ হাজার টাকা, একই অ‌ভিযোগে লিটন স্টোরকে ৫ হাজার টাকা এবং জয়দল এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও লাইসেন্স না নিয়ে ফার্মেসী পরিচা‌লনা ও অনুমোদনহীন পণ্য ফার্মেসীতে বি‌ক্রির অ‌ভিযোগে দাস ফা‌র্মেসীকে ১০ হাজার টাকা ও আল আ‌মিন ফার্মেসীকে ২ হাজার টাকা জ‌রিমানাসহ মোট ৬ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অ‌ভিযানের সময় সবাইকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা প‌রিচা‌লনার নির্দেশনা দেওয়া হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page