চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা সদর উপজেলার মনোহরপুরের সোনালি জামে মসজিদ রোডের শেখ জহিরুল ইসলামের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ বলেন, আজ সকালে পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারতে গমন করার জন্য দর্শনা ইমিগ্রেশনে আসেন শেখ তাইসুখ। এ সময় তাঁর ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তাঁর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে। এরপর তাঁকে ভারতে যাওয়ার অনুমতি না দিয়ে গ্রেপ্তার করা হয়।
এএসআই তারেক জানান, শেখ তাইসুখকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর রাজনৈতিক পরিচয় জানা যায়নি।