মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভায় শহর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে পৌরসভা হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু, পৌর সচিব মহিউদ্দিন ফয়েজী, প্রকৌশলী শাহীন সাহার, উপ-প্রকৌশলী নুরুল ইসলাম মিলন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, জেলা যুবলীগের সদস্য মাহাবুবুল আলম মোল্লা বাবলু, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র মিজানুর রহমান মিজান, কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, কাজি বাবুল, মোশারফ হোসেন, মোহাম্মদ শরিফ, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, আমেনা বেগম, কোহিনুর আক্তার, পৌর হিসাব রক্ষক হারুন রশিদ, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আহসান উল্লাহ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজি সহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার কামাল উদ্দিন প্রমুখ।