চৌদ্দগ্রামে আলকরায় ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত বই বিতরণ উৎসবে ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: সালাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজী জহিরুল ইসলাম।

ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাফর আহমদ।

এ সময় আরো বক্তব্য রাখেন আলকরা ইউপি সদস্য জিয়া উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বেলাল হোসেন, সদস্য রেজাউল করিম সবুজ, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহ আলম ভূইঁয়া, শাহাদাত হোসেন বাহাদুর মেম্বার, মো: দুলাল সওদাগর, মো: খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page