মনোয়ার হোসেন।।
“সুশীল ও শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রবাসীদের সমাজ সেবামূলক সংগঠন ‘কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ’ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে কৃষ্ণপুর মধ্যমপাড়া দারুস সা’আদ কারামতিয়া নূরানী মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের সভাপতি মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন
বিশিষ্ট সমাজ সেবক মো: শাহ আলম, মো: জসিম উদ্দিন, মো: ইউসুফ।
কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হোসাইন মোহাম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, প্রবাসী মোশারফ হোসেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে গরীব ও অসহায় ৭৮ পরিবারের মাঝে প্যাকেটভর্তি ছোলা বুট, ডাল, তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, খেজুর, সেমাই ও আলু বিতরণ করা হয়েছে।
রমজানের আগে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী পেয়ে সংগঠনের সকল প্রবাসীদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
আরো দেখুন:You cannot copy content of this page