মনোয়ার হোসেন।।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শেফাউল আলম প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক, মৎস্য খামারী, মৎস্যজীবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চারজন মৎস্য চাষিকে ক্রেষ্ট দেওয়া এবং কয়েকজন মৎস্যজীবিকে আইডি কার্ড প্রদান করা হয়েছে। এর আগে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে ও উপজেলা চত্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page