চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমান করা হয়।

সোমবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু’টি টিম ও পৌরসভার একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘মাহে রমজানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী মহাসড়ক ও ফুটপাতের উপর ভ্রাম্যমান ফল দোকানসহ অবৈধভাবে বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করছে। বিষয়টি নিয়ে তাদেরকে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করা হলেও তারা ব্যবসা বন্ধ না করায় সোমবার স্থানীয় সরকার ও পৌরসভা আইন-২০০৯ এর ১০৯ ধারায় ৮টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মহাসড়ক যানজটমুক্ত, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এবং জন দূর্ভোগ লাগবে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page