০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় ড্রামট্রাক চালক নিহত বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চৌদ্দগ্রামে ৩শ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ও ছেলে আটক

  • তারিখ : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • 26

মনোয়ার হোসেন:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। এ সময় নারী সহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলো: উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো: ছিদ্দিকুর রহমান (৬২), ছিদ্দিকুর রহমানের স্ত্রী আছমা বেগম (৪২) ও ছেলে মো: হোসেন (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেনসিডিলসহ ছিদ্দিকুর রহমান, আছমা বেগম ও তাদের ছেলে মো: হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ উজিরপুর থেকে একই পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র‍্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!

চৌদ্দগ্রামে ৩শ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ও ছেলে আটক

তারিখ : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

মনোয়ার হোসেন:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। এ সময় নারী সহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলো: উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো: ছিদ্দিকুর রহমান (৬২), ছিদ্দিকুর রহমানের স্ত্রী আছমা বেগম (৪২) ও ছেলে মো: হোসেন (১৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেনসিডিলসহ ছিদ্দিকুর রহমান, আছমা বেগম ও তাদের ছেলে মো: হোসেনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ উজিরপুর থেকে একই পরিবারের তিন সদস্যকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র‍্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।