স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম এর সহযোগিতায় আলোচনা সভা, সাধারন জ্ঞান ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের ফরিদা বিদ্যায়তনে ‘স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষন সংস্থা’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
‘স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষন সংস্থা’র সভাপতি শাহানা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ তাজিয়া, বিশিষ্ট নেত্রী পাপড়ি বসু, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক নারগিস কবির, মহিলা সংগঠন সমন্বয় রোকেয়া বেগম, যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম, রিকো বাংলাদেশ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুর রসূল সহ অন্যন্যরা।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরো দেখুন:You cannot copy content of this page