
নিউজ ডেস্ক।।
দক্ষিণ অফ্রিকার ডারবান শহরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে কুমিল্লার প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোঃ মোজাম্মেল হুসেন ভূঁইয়া মুন্না (৩২), সে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের বাসিন্দা।
তরুণ প্রবাসী ব্যাবসায়ী মোঃ মোজাম্মেল হুসেন ভূঁইয়া মুন্না (৩২) গতকাল বিকেলে দক্ষিন আফ্রিকার ডারবান শহরের অদূরে ইন্ডিয়ান প্রবাসী অধ্যুষিত চাষওয়ার্থ এরিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিচ্ছিন্নতাবাদী কালো ডাকাতদের গুলিতে নিহত হয়েছেন।
এদিকে মুন্নার মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছাড়া নেমে এসেছে। স্বজনদের গগণবিদারী আত্মচিৎকারে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।