১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে রুটি খুব পছন্দ করতো, ছেলে নেই; এক বছর বাসায় রুটি বানাইনি -শহীদ হামিদুরের মা কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বাইউস্টে “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” আয়োজিত

নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না; কুমিল্লায় ভিপি নুর

  • তারিখ : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 2

তানভীর ইসলাম আলিফ।।
নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষকে শাসনের নামে শোষণ করে এমন সরকারের আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না। জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। এরা একের পর এক ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র-জনতা সর্বদা প্রস্তুত আছে।

প্রশাসনের উদ্দেশে নুর বলেন, আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করেন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে যদি তা প্রতীয়মান হয় তাহলে আপনাদের চাকরি করার নৈতিকতা নেই। যদি এই মানসিকতা পরিহার না করতে পারেন তাহলে চাকরি ছেড়ে বাড়ি চলে যান।

নুর বলেন, আমরা একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিরক্ত। তাদের কর্মকাণ্ড থেকেও ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অনেক করেছেন। এবার থামুন। মানুষের জন্য কাজ করুন। মানুষের কল্যাণের রাজনীতি করুন নয়তো আপনাদের পরিণাম কী হবে তা জাতি ঠিক করে রেখেছে।

নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না; কুমিল্লায় ভিপি নুর

তারিখ : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

তানভীর ইসলাম আলিফ।।
নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষকে শাসনের নামে শোষণ করে এমন সরকারের আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না। জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। এরা একের পর এক ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র-জনতা সর্বদা প্রস্তুত আছে।

প্রশাসনের উদ্দেশে নুর বলেন, আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করেন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে যদি তা প্রতীয়মান হয় তাহলে আপনাদের চাকরি করার নৈতিকতা নেই। যদি এই মানসিকতা পরিহার না করতে পারেন তাহলে চাকরি ছেড়ে বাড়ি চলে যান।

নুর বলেন, আমরা একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিরক্ত। তাদের কর্মকাণ্ড থেকেও ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অনেক করেছেন। এবার থামুন। মানুষের জন্য কাজ করুন। মানুষের কল্যাণের রাজনীতি করুন নয়তো আপনাদের পরিণাম কী হবে তা জাতি ঠিক করে রেখেছে।