নানা আয়োজনে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

নেকবর হোসেন।।
কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাইকেল র্যালি,আলোচনা সভায়,ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পিং,এর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস ।

বুধবার (২৯ সেপ্টেম্বর)সকাল ১০ টায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ পরে কুমিল্লা সাইকেলিস্ট ফোরামের উদ্যোগে সাইকেল র্রালী অনুষ্ঠিত হয়৷ র্রালীটির কুমিল্লা জেলা প্রশাসকের নেতৃত্ব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানের বঙ্গবন্ধু মুর্রালে গিয়ে শেষ হয়৷ এরপর কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান৷

সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন, জেলা সমাজ সেবা অদিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান, হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সা. সম্পাদক ডা. গোলাম শাহাজাহান, ডা. মল্লিকা বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, পুলিশ পরিদর্শক মাইনুদ্দিন প্রমুখ৷

এছাড়া একই সময় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ সহ নানা সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page