বঙ্গবন্ধুর জন্মদিনে এতিম শিশুরা তৃপ্তি নিয়ে খেলো দুপুরের খাবার

মাহফুজ নান্টু, কুমিল্লা।
গরম ধোয়া উঠা ভাত, গরুর মাংশ, ডাল ও সবজি দিয়ে তৃপ্তি সহকারে দুপুরের খাবার খেয়েছে দেড় শতাধিক এতিম শিশু।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে খাবারের এমন আয়োজন করলেন কুমিলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড.আনিসুর রহমান মিঠু। এই আয়োজনে নগরীর চারটি এতিম খানার অন্তত দুশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দুপুরের খাবার গ্রহণের আগে কেক কাটা হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আনিসুর রহমান মিঠু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২ শ জন মাদ্রসার এতিম শিশুদের নিয়ে কেক কেটেছি। তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি। আমি শিশুদের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেছি। কিভাবে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন, বঙ্গবন্ধু শিশুদের কেমন ভাবে ভালোবাসতেন। এতে করে এই শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page