বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা সমাবেশ অনুষ্ঠিত

আলমগীর কবির।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ- মহা পরিচালক ( প্রশাসন) কর্ণেল মোঃ ফয়সাল আহম্মদ ভূঁইয়া বলেছেন, ইতিপূর্বে বিভিন্ন সময় যে ত্রুটি বিচ্যুতি, ছোটখাটো বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা রেশনের এর দিক দিয়ে হোক, ভাতার দিক দিয়ে হোক, নিয়োগের দিক দিয়ে হোক বা পোশাকের বা অন্যান্য সুবিধার গুলোর দিকে হোক, তা কার্যকরীভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন মহাপরিচালক। সদর দপ্তরের পক্ষ থেকে বলতে পারি, স্বচ্ছতা নিরপেক্ষতা জবাবদিহিতা সম্পূর্ন নিশ্চিত করা হচ্ছে। তারপরেও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কুমিল্লা রামমালা আনসার ক্যাম্পে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্ণেল মোঃ ফয়সাল আহম্মদ ভূঁইয়া আরো বলেন, দেশ সবার আগে, তারপর প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাবে। এরপর ব্যক্তিগত স্বার্থ। যদি এই নীতি বজায় থাকে তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা – এই মূলনীতি বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।

কুমিল্লা জেলার ১৭ উপজেলার ভাতা ভোগী ৪৫০ জন আনসার ভিডিপির নারী ও পুরুষ সদস্য এই জেলা সমাবেশে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকারীদের ৭ টি বাইসাইকেল, ৬ টি সেলাই মেশিন এবং ৬০ টি ছাতা উপহার দেয়া হয়।

আনসার জেলা সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সাইফুল মালিক, রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানা, ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান।

সভাপতিত্ব করেন জেলা রেঞ্জ কমান্ডার মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন করেন জেলা কমানড্যান্ট মোঃ রাশেদুজ্জামান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page