০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

বাড্ডা থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলিসহ তরুণ কুমিল্লায় গ্রেপ্তার

  • তারিখ : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • 64

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. তুহিন আলম (১৯)।

তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তুহিন রাজধানীর উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

র‌্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রা লুটপাট ও ধ্বংস করে তারা।

ওই সময় তুহিন আলম উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য, একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসে ওই তরুণ। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ ছিল।

মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

error: Content is protected !!

বাড্ডা থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলিসহ তরুণ কুমিল্লায় গ্রেপ্তার

তারিখ : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. তুহিন আলম (১৯)।

তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তুহিন রাজধানীর উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

র‌্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রা লুটপাট ও ধ্বংস করে তারা।

ওই সময় তুহিন আলম উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য, একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসে ওই তরুণ। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ ছিল।

মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।