০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মাল জব্দ কুমিল্লায় সেনাবাহিনী দেখে ইয়াবা ও টাকা ফেলে পালালেন মাদক কারবারি নিউইয়র্কে এনসিপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হোমনায় এনসিপির বিক্ষোভ মিছিল কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক কুমিল্লায় ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি, কুমিল্লায় স্মারকলিপি প্রদান কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্রুত কুকসু নির্বাচন চায় শিক্ষার্থীরা ২৪ কোটি টাকার কেনাকাটায় চার কোটি গায়েব! কুমিল্লায় ড্যাবে ভূমিকম্প

বাড্ডা থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলিসহ তরুণ কুমিল্লায় গ্রেপ্তার

  • তারিখ : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • 33

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. তুহিন আলম (১৯)।

তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তুহিন রাজধানীর উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

র‌্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রা লুটপাট ও ধ্বংস করে তারা।

ওই সময় তুহিন আলম উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য, একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসে ওই তরুণ। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ ছিল।

মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

error: Content is protected !!

বাড্ডা থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলিসহ তরুণ কুমিল্লায় গ্রেপ্তার

তারিখ : ০৯:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

জহিরুল হক বাবু।।
আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. তুহিন আলম (১৯)।

তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তুহিন রাজধানীর উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

র‌্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রা লুটপাট ও ধ্বংস করে তারা।

ওই সময় তুহিন আলম উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।

র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য, একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসে ওই তরুণ। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ ছিল।

মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।