বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লায় সাইকেল র‌্যালী ও আলোচনা সভা

মোঃ জহিরুল হক বাবু।।
‘‘হৃদয় দিয়ে প্রতিটি হার্টের যত্ন নেই’’ এই শ্লোগানে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লায় সাইকেল র‌্যালী, আলোচনা সভা ও বিলবোর্ড উন্মোচিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। শেষে কুমিল্লা ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসাইন, ডাক্তার মল্লিকা বিশ্বাস, জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ-পরিচালক জেড. এম মিজানুর রহমান, রমনা সিটি গার্টেনের সাধারণ সম্পাদক রেহেনা সুলতানা, ফাউন্ডেশনের সাধারাণ সম্পাদক ডাক্তার গোলাম শাহজাহান।

এছাড়াও র‌্যালীতে ঢাকা থেকে ৫ টি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page