বুড়িচংয়ে ঐতিহ্যবাহী নিমসার বাজারের ইজারা পেলেন সর্বোচ্চ দরদাতা জামাল হোসেন

মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সর্ববৃহৎ ঐতিহ্য নিমসার সবজি বাজার ২য় ডাকে ইজারা দর দাতা হিসেবে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছে নিমসার এলাকার মোঃ জামাল হোসেন। মঙ্গলবার বিকাল ৩টায় হাটবাজার ইজারা ড্র অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অবশিষ্ট সকল বাজারের ইজারায় অংশ গ্রহণ কারী ইজারাদারদের উপস্থিততে টেন্ডার ড্র করা হয়। নিমসার বাজারে দুই জন ইজারাদার সর্বোচ্চ দর ডাক দিয়ে টেন্ডারে অংশ গ্রহণ করেন ফারুক আহমেদ এবং নিমসার এলাকার মোঃ জামাল হোসেন। সম্পূর্ণ প্রক্রিয়ায় হাটবাজার নীতি মালায় মোঃ জামাল হোসেনকে যাছাই বাছাই শেষে প্রাথমিক ভাবে মনোনীত করা হয়।

হাটবাজার ব্যবস্থাপনা নীতি মালা অনুযায়ী সর্বোচ্চ দরদাতা কে কার্যাদেশ দেয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান।

এবারের ইজারায় নিমসার বাজারে ৪ জন ইজারাদার টেন্ডারে অংশ গ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হলেন মোঃ জালাল হোসেন। এদিকে ফারুক আহমেদ জামানত কম রাখায় নীতি মালা অনুযায়ী তার সিডিউল বাতিল করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজী চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা কৃষি বিদ কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা গণ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page