০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম জাতীয় জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৫ রানার্সআপ প্রাইজমানি বিতরণ কুমিল্লায় ৩০ বছরের জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খাল খনন করলেন বিএনপি নেতারা বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ফল উৎসব ও সেলাই মেশিন বিতরন কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু কুমিল্লায় এনজিও’র ঋণের চাপ ও অভাবে মা-মেয়ের আত্মহত্যা চৌদ্দগ্রামে সাংবাদিক মামুনের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান কুমিল্লায় টিফিনের টাকায় গাছের চারা উপহার: ৫০০ শিক্ষার্থীর সবুজ শপথ

বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

  • তারিখ : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 394

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন।

এর অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

অভিযানে কুসুমপুর খাল দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মহাসড়কের পাশের দখল হওয়া ড্রেন ও নালা দখলমুক্ত করার কাজও পরিচালিত হয়।

খালের প্রয়োজনীয়তা ও দখলমুক্ত অভিযানের গুরুত্ব তুলে ধরে ইউএনও তানভীর হোসেন বলেন, “খাল শুধু পানির প্রবাহের মাধ্যম নয়, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখল ও আবর্জনায় খাল ভরাট হলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশও নষ্ট হয়। তাই খাল দখলমুক্ত করা এবং নিয়মিত পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস, এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষার সময় আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।

বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

তারিখ : ০৬:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন।

এর অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

অভিযানে কুসুমপুর খাল দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া মহাসড়কের পাশের দখল হওয়া ড্রেন ও নালা দখলমুক্ত করার কাজও পরিচালিত হয়।

খালের প্রয়োজনীয়তা ও দখলমুক্ত অভিযানের গুরুত্ব তুলে ধরে ইউএনও তানভীর হোসেন বলেন, “খাল শুধু পানির প্রবাহের মাধ্যম নয়, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখল ও আবর্জনায় খাল ভরাট হলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশও নষ্ট হয়। তাই খাল দখলমুক্ত করা এবং নিয়মিত পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস, এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষার সময় আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।