বুড়িচংয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শীত উপহার সামগ্রী বিতরণ

কাজী খোরশেদ আলম।।
কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষকদের মাঝে শীত উপহার সমগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে এই শীত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বুড়িচং উপজেলার সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে শীত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কুমিল্লা নোয়াখালী অঞ্চল তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার।

এবতেদায়ী শিক্ষক ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি অধ্যাপক মোঃ লোকমান হাকিম ভূইয়া, জেলা উপদেষ্টা অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা উপদেষ্টা অধ্যাপক মোঃ অহিদুর রহমান, কুমিল্লা জেলা উত্তরের সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক চৌধুরীর, ফয়েজ আহম্মদ মাস্টার, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোঃ তাজুল ইসলাম,তানজিমুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ মৈশান, বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ মোঃ সুজন চৌধূর,মোঃ জয়নাল আবেদীন, মোঃ মনিরুল ইসলাম, মাওলানা উমর ফারুক ভুইয়া, গাজী মোঃ জহিরুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম,সাইফুল ইসলাম প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page