০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম

  • তারিখ : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • 81

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।

চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।

error: Content is protected !!

বুড়িচংয়ে মহাসড়কে সেনাবাহিনীর চেকপোস্ট ও নিরাপত্তা কার্যক্রম

তারিখ : ০৫:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় জানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও ঈদ ছুটি শেষে ঢাকা মুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকাল থেকে ৩৩ পদাতিক ডিভিশন ও ১০১ ব্রিগেডের অধীন ১২ বীর ইউনিটের অধীনস্থ বুড়িচং আর্মি ক্যাম্পের একটি দল মহাসড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করে যান চলাচলে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করছে।

চেকপোস্টে সেনাবাহিনী সদস্যরা মালবাহী ও যাত্রী পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করছেন। একই সাথে যাত্রী ও চালকদের সাথে কথা বলে তাঁদের যাত্রাপথ ও নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন। অপরাধমূলক কার্যক্রম ও অননুমোদিত পরিবহন চলাচল বন্ধ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

ঈদের ছুটি কাটিয়ে ঘর মুখো হওয়া অনেক যাত্রী ও পরিবহন মালিক সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, চেকপোস্ট থাকার কারণে মহাসড়কে অপরাধ ও অনিয়ম অনেক কমেছে এবং যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্থানীয় পরিবহন মালিক ও যাত্রীরা সেনাবাহিনীর এই মহত্ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।