
মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ব শাহ দৌলতপুর এলাকায় বশত বাড়ীতে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতদের সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের পূর্ব শাহ দৌলতপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন মৈশানের বাড়ীতে ১০/১২ জনের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
ডাকাতরা এসময় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনার পরদিন জাহাঙ্গীর হোসেন মৈশান বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
দেবপুর পুলিশ ফাঁড়ীর পরিদর্শক জাদেব উল আলম জানান, ডাকাতির ঘটনায় দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) কামাল উদ্দিন সঙ্গীয় পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার সুবিলচর গ্রামের মৃত করম আলীর ছেলে আনাল হক প্রকাশ্যে আনোয়ার হোসেন, প্রকাশ্যে আইনুল, প্রকাশ্যে আয়নাল প্রকাশ্যে সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করে। পরে তাঁর দেখানো মতে বুড়িচং উপজেলার বাগিলারা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমির হোসেন (৪০) কে গ্রেফতার করে।
আটকৃত উভয়ের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ ৮টি করে ১৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে গ্রেফতারকৃত আসামীদের সোমবার বিকেলে কুমিল্লা আদালতে প্রেরণ করলে আসামী আনাল ডাকাতির ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।











