১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় খাবার হোটেলে মাদক বিক্রি; সেনা অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার রহমত আলী মৎস্য খাতে পেলেন জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১ ‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে জরিমানা

  • তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 56

মো.বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানে দক্ষিণ চান্দলা বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। এছাড়া, লাইসেন্স নবায়ন না করাসহ স্বাস্থ্যবিধি ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা অভিযুক্ত ফার্মেসী মালিকদের মধ্যে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে ৫ ফার্মেসিকে জরিমানা

তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মো.বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানে দক্ষিণ চান্দলা বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। এছাড়া, লাইসেন্স নবায়ন না করাসহ স্বাস্থ্যবিধি ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা অভিযুক্ত ফার্মেসী মালিকদের মধ্যে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কেউ খেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।