
জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।