১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা নগরীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কুমিল্লায় মহাসড়কে কেটা ফেলা জায়গায় রোপণ করা হল ৬৪ বকুল গাছ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত, পা হারালেন অপর বন্ধু কুমিল্লা বিএনপির মশালমিছিল ভারতের রিপাবলিক বাংলা টিভিতে আওয়ামী লীগের বলে প্রচার আগামী ৪ ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কুমিল্লায় ডিবি পরিচয়ে গরুবোঝাই ট্রাকে ডাকাতি, হাত-পা বেঁধে ১৫ গরু লুট শেখ হাসিনার ফাঁসির মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা বিল্লাল গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

  • তারিখ : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 255

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

তারিখ : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।