কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা পথিকৃত সমাজ কল্যান সংস্থার উদ্যেগে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লাতে অনুষ্ঠিত হয় যু্ব নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা উন্নয়নন প্রচারাভিযান শীর্ষক সেমিনার।
দুটি পর্ব বিভক্ত এ সেমিনারে প্রথম পর্বে প্রায় শতাধিক উদ্যোক্তা নারী পুরুষের উপস্থিতিতে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ডিন এবং নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব এন এম রবিউল আউয়াল চৌধুরি, বক্তব্য রাখেন আইআইটিএম এর পরিচালক এড. জিয়াউর রহমান এবং দূর্বার কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার অধ্যাক্ষ সন্জীব কুমার তলাপাত্র।
সেমিনারে আলোচকদের বক্তব্যে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের মোট জনন সংখ্যার একতৃতীয়াংশ যুবশক্তিকে কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করা যায় এ বিষয়ে করনীয় নির্ধারনের জন্য এ প্রচারাভিযান টি গৃহিত হয়েছে বলে এ কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আয়োজনের ২য় পর্বে অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। এ পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাপান মৈত্রী সমিতির সাবেক সভাপতি কুমিল্লার কৃর্তি সন্তান সৃজনশীল উদ্যেক্তা ও বিশিষ্ট সমাজ সংগঠক বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল হক। পথিকৃৎ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. আতাউর রহমান জসীমের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
এ সনদপত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার জনপ্রিয় ক্রীড়া সংগঠন বদরুল হুদা জেনু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক যোবায়েদা নূর খান এবং কুমিল্লা সিটি কর্পোরেশান এর সংরক্ষিত আসনের কাউন্সির তাহমিনা আক্তার লিন্ডা।
অনুষ্ঠানের এ পর্যায়ে জাপান বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য জাপান সরকার কর্তৃক জনাব আবদুল হককে অর্ডার অব দ্যা রাইজিং সান পদকপ্রাপ্তীতে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এড.শহীদুল হক স্বপন ও যুব সংগঠক জাহিদুর রহমান মামুন এর সন্চালনায় অনুষ্ঠিত এ পর্বে অংশগ্রহনকারীদের পক্ষ্য থেকে প্রতিক্রিয় ব্যক্ত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিকি, নাজমুল হাসান ও ফারজানা রহমান। সমাগ্রীক আয়োজনে সহযোগীতায় ছিলেন রোটার্যাক্টর শেখ সাদি, ইন্ট. সালসাবিল নাফি,ইন্টা মেহেদী হাসান রিফাত এবং ইন্টা. মীর নাজিউর রহমান এবং প্রত্যাবর্তনের আসীফ ও শিক্ষার্থী পরিষদের রাহাত সহ উদ্যোক্তা বন্ধুরা । আপ্যায়নের মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।