স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, এন টিভির কুমিল্লা স্টাফ রিপোর্টার অধ্যাপক জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
শোক বার্তায় এমপি বাহার জানান, মরহুম জালাল উদ্দিন একজন সৎ ও পরিচ্ছন্ন সাংবাদিক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত কুমিল্লাতে নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক জালাল উদ্দিন সোমবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে কুমিল্লা মুন হসপিটালে ভর্তি হন। পরে বুধবার বিকেল পাঁচটায় ঢাকায় শমরিতা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।