০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

সাইলেন্স স্মাইলে ৫৮ জন সুবিধাবঞ্চিত শিশু পেলো ঈদের নতুন জামা

  • তারিখ : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • 30

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন অন্তত ৫৮ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্স স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের ৫৮জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।

এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।

error: Content is protected !!

সাইলেন্স স্মাইলে ৫৮ জন সুবিধাবঞ্চিত শিশু পেলো ঈদের নতুন জামা

তারিখ : ১২:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন অন্তত ৫৮ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্স স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের ৫৮জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।

এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।