১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর

হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ

  • তারিখ : ০৫:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 307

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক মো. দিদার আহমেদ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি স্থানীয় সাপ্তাহিক হোমনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দোকানের মালামাল ক্রয়ের জন্য দিদার আহমেদ ঢাকায় যান। ওই দিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দিদারের মা বিলকিস বেগম বলেন, “কিছু দিন আগে গ্রামের একটি পরকীয়ার ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, আবু বকর নামে এক ব্যক্তি আমার ছেলেকে সন্দেহ করে হত্যার হুমকি দেয়। সেই ঘটনার পর দিদার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এখন আমার ধারণা, ওই আবু বকরই আমার ছেলেকে অপহরণ করেছে।”

তিনি আরও জানান, দিদার আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনটি বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। পরে শনিবার (২৫ অক্টোবর) হোমনা থানায় আবারও সাধারণ ডায়েরি করা হয়।

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশচন্দ্র গুপ্ত বলেন, “সাংবাদিক দিদার আহমেদের নিখোঁজের ঘটনায় তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

error: Content is protected !!

হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ

তারিখ : ০৫:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক মো. দিদার আহমেদ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি স্থানীয় সাপ্তাহিক হোমনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দোকানের মালামাল ক্রয়ের জন্য দিদার আহমেদ ঢাকায় যান। ওই দিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দিদারের মা বিলকিস বেগম বলেন, “কিছু দিন আগে গ্রামের একটি পরকীয়ার ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, আবু বকর নামে এক ব্যক্তি আমার ছেলেকে সন্দেহ করে হত্যার হুমকি দেয়। সেই ঘটনার পর দিদার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এখন আমার ধারণা, ওই আবু বকরই আমার ছেলেকে অপহরণ করেছে।”

তিনি আরও জানান, দিদার আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনটি বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। পরে শনিবার (২৫ অক্টোবর) হোমনা থানায় আবারও সাধারণ ডায়েরি করা হয়।

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশচন্দ্র গুপ্ত বলেন, “সাংবাদিক দিদার আহমেদের নিখোঁজের ঘটনায় তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”