০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন পূনর্বিন্যাসে নতুন মেরুকরণ বুড়িচংয়ে সেই যুবদল নেতাকে আবারও কারণ দর্শানোর নোটিশ; জেলা কমিটিকে তলব মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিল পাঁচ হাজারের বেশি মানুষ প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা -হাসনাত আব্দুল্লাহ বুড়িচংয়ে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন এক হাজারের বেশি মানুষ কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবির হাতে ৩ জন আটক

  • তারিখ : ১১:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • 20

জহিরুল হক বাবু।।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে ২ জন ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে বিজিবি টহল দলের হাতে ১ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) বেলা ১২ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫১/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ পিয়াসুর রহমান (২৩), পিতা-মোঃ মানিক মিয়া, গ্রাম-দক্ষিণ তেতাভূমি, পোষ্ট-হরিমঙ্গল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা। সুমন সুত্রধর (৪০), পিতা- বসন্ত সুত্রধর, গ্রাম-শশীদল, পোষ্ট-শশীদল, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা পাসপোর্টবিহীন বাংলাদেশ হতে ভারতে প্রবেশের প্রাক্কালে আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় দালাল মোঃ সাগর ও মোঃ হাসান এর সহায়তায় ভারত হয়ে পর্তুগাল বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে উল্লিখিত সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে গমনের চেষ্টা করে।

উল্লিখিত আটককৃত ব্যক্তিদের নিকট বাংলাদেশী ১০ টাকা, ভারতীয় ২২হাজার ৫৯০ রুপি, ইউএস ১৫১ ডলার, দুবাই ৫ দিরহাম এবং ইউরো ৫ ডলার পাওয়া যায়।

এছাড়াও, একই দিন দুপুর ১ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫০/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক পিন্টু চন্দ্রনাথ (২৮), পিতা-উষা দেবনাথ, গ্রাম-পূর্ব চন্দ্রপুর, পোষ্ট+থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাকে আটক করে।

উক্ত আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ফেনী জেলার পশুরাম সীমান্ত এলাকা দিয়ে ভারতের উদয়পুর নামক স্থানে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে গমন করেছিল।

উল্লিখিত আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে বাংলাদেশী নগদ ২৯ হাজার ৪০০ টাকা, ভারতীয় ৮০ রুপি, ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ১ টি এবং ভারতীয় ২ বোতল হুইস্কি (রয়েল গ্রিন) জব্দ করা হয়।

আটককৃত ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

error: Content is protected !!

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবির হাতে ৩ জন আটক

তারিখ : ১১:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

জহিরুল হক বাবু।।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে ২ জন ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে বিজিবি টহল দলের হাতে ১ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) বেলা ১২ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫১/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ পিয়াসুর রহমান (২৩), পিতা-মোঃ মানিক মিয়া, গ্রাম-দক্ষিণ তেতাভূমি, পোষ্ট-হরিমঙ্গল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা। সুমন সুত্রধর (৪০), পিতা- বসন্ত সুত্রধর, গ্রাম-শশীদল, পোষ্ট-শশীদল, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা পাসপোর্টবিহীন বাংলাদেশ হতে ভারতে প্রবেশের প্রাক্কালে আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় দালাল মোঃ সাগর ও মোঃ হাসান এর সহায়তায় ভারত হয়ে পর্তুগাল বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে উল্লিখিত সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে গমনের চেষ্টা করে।

উল্লিখিত আটককৃত ব্যক্তিদের নিকট বাংলাদেশী ১০ টাকা, ভারতীয় ২২হাজার ৫৯০ রুপি, ইউএস ১৫১ ডলার, দুবাই ৫ দিরহাম এবং ইউরো ৫ ডলার পাওয়া যায়।

এছাড়াও, একই দিন দুপুর ১ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫০/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক পিন্টু চন্দ্রনাথ (২৮), পিতা-উষা দেবনাথ, গ্রাম-পূর্ব চন্দ্রপুর, পোষ্ট+থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাকে আটক করে।

উক্ত আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ফেনী জেলার পশুরাম সীমান্ত এলাকা দিয়ে ভারতের উদয়পুর নামক স্থানে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে গমন করেছিল।

উল্লিখিত আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে বাংলাদেশী নগদ ২৯ হাজার ৪০০ টাকা, ভারতীয় ৮০ রুপি, ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ১ টি এবং ভারতীয় ২ বোতল হুইস্কি (রয়েল গ্রিন) জব্দ করা হয়।

আটককৃত ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।