আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা, প্রদক্ষিণ করবে পুরো শহর

স্টাফ রিপোর্টার।।
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আগামীকাল (বুধবার) কুমিল্লায় বিশাল পদযাত্রা কর্মসূচি পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ মঙ্গলবার (২২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকাল ১০টায় চাঁদপুর থেকে এই পদযাত্রা শুরু হয়ে কুমিল্লায় এসে শেষ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা মেইন রোড ধরে এগিয়ে শহীদ মাসুমের কবর জিয়ারতের মাধ্যমে কুমিল্লায় প্রবেশ করবে। এরপর টমছম ব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে শুরু হবে মূল পদযাত্রা।

পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় যেমন—টমছম ব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন, জেলা পরিষদ রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর প্রদক্ষিণ করে শেষ হবে কুমিল্লা টাউন হলে। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

জনসভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হবেন।

এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এনসিপির নেতারা আশা করছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই পদযাত্রা গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page