এবার আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক।।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন ১৭ বছরের দীপেন ত্রিপুরা।

পেরাছড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুকমল ত্রিপুরার ছেলে দীপেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

দীপেনের চাচা স্বজন জ্যোতিষ ত্রিপুরা জানান, দীপেন ফুটবল দল হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন করত। আর্জেন্টিনার পতাকা টাঙাতে সকালে বাঁশ নিয়ে বাড়ির পাশের তেঁতুলগাছে ওঠার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হন ওই কিশোর।

তিনি জানান, তাৎক্ষণিক দীপেনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার কক্সবাজার জেলাতেও ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page